খুলনার বটিয়াঘাটার কাজিবাছা নদী সংলগ্ন হ্যাচারীর পুকুর থেকে আইনজীবী লুৎফুল কবির নওরোজ (৫৮)’র লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুর্নীতি দমন কমিশনের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি)।
রবিবার (১৬ জুলাই) সন্ধ্যায় কাজিবাছা নদীর তেতুলতলা রিয়া হ্যাচারীর পুকুর থেকে লাশটি উদ্ধার হয়। লাশের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।