কেন পিতৃতন্ত্রকে দুষলেন হৃত্বিকের প্রেমিকা সাবা

0

হৃত্বিক রোশনের প্রেমিকা বলে নন, গায়িকা-অভিনেত্রী সাবা আজাদ বহু দিন ধরেই রয়েছেন প্রচারের আলোয়। তবে বলিউড অভিনেতার সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে নানা কথা বলছেন নানা জনে। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অধিক চর্চা কিংবা রটনা যে একেবারেই পছন্দ করেন না, তা বুঝিয়ে দিলেন সাবা। তিনি মনে করেন, এটা পিতৃতন্ত্রের কুপ্রভাব।

হৃত্বিক আগে বিবাহিত সম্পর্কে ছিলেন সুজান খানের সঙ্গে। সেই বিয়ে ভেঙে যায় ২০১৪ সালে। গত বছর ফেব্রুয়ারি মাসে নৈশভোজ সেরে একসঙ্গে বের হতে দেখা যায় হৃত্বিক-সাবাকে। ২০২২ সালের মে মাসে করন জোহরের ৫০ বছরের জন্মদিনের পার্টিতে তারা সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তারপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরের পোস্টে মন্তব্য করতে দেখা যায় জুটিকে। পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা যায় তাদের।

সাবার কথায়, “আমরা এখনও সমান বেতন, নারীদের সুরক্ষা ইত্যাদির জন্য লড়ছি। পণপ্রথা, নারীপাচারের মতো নৃশংসতাও আছে। এখনও পৃথিবীতে নারী-পুরুষের সাম্য আসেনি। সেই কারণেই আন্তর্জাতিক নারী দিবস পালন করা। পৃথিবী সকলের জন্য সমান হয়ে গেলে একটা বিশেষ দিন পালনের দরকার পড়বে না।”

সাবাকে আগামী দিনে দেখা যাবে ‘রকেট বয়েস ২’-এ। অন্যদিকে, হৃত্বিক ফিরছেন সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’-এ। তার সঙ্গে এ ছবিতে অভিনয় করছেন অনিল কাপুর, দীপিকা পাড়ুকোনের মতো তারকারাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here