টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃষ্টির হানায় কমলো আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচের দৈর্ঘ্য। দুই দফায় আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করার পর ১৭ ওভারে নেমে এসেছে ম্যাচের দৈর্ঘ্য। এতে দুইজন বোলার সর্বোচ্চ ৪ ওভার করে বোলিং করতে পারবেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১১ ওভার শেষে ৫ উইকেটে ৬৭ রান।
৭.২ ওভারে আফগানিস্তান ২ উইকেটে ৩৯ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ করতে হয়। দেড় ঘণ্টা পর মাঠ প্রস্তুত করে ফের শুরু হয়েছে ম্যাচ।
সিলেটে টি-টোয়েন্টি সিরিজটি শুরুর আগে আফগানদের বিপক্ষে বাংলাদেশ ৯ ম্যাচে মাত্র ৩টি ম্যাচ জিতেছিল। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে এবার টাইগাররা সেই সংখ্যাকে চারে নিয়ে গেছে। একইসঙ্গে জাগিয়েছে প্রথমবারের মতো রশিদ খানদের টি-টোয়েন্টি সিরিজ হারানোর সম্ভাবনা।
এর আগে গত শুক্রবার রুদ্ধশ্বাস ম্যাচে আফগানদের ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।