এবার হিরো আলমের কণ্ঠে ‘ও প্রিয়তমা’

0

জনপ্রিয় গায়ক বালামের কণ্ঠে বা ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের লিপে নয়, ‘ও প্রিয়তমা’ গানটি এখন হিরো আলমের কণ্ঠে। এবার হিরো আলম নিজেই গাইলেন ঈদুল আজহায় মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত জনপ্রিয় ‘প্রিয়তমা’ ছবির ‘ও প্রিয়তমা’ গানটি। গতকাল শনিবার হিরো আলমের ফেসবুক পেইজে গানটি প্রকাশ করা হয়।

গানটি প্রকাশের ১৫ ঘণ্টায় দেড় মিলিয়নের বেশি দর্শক দেখেছে। যদিও গানের মন্তব্য ঘরে নেতিবাচক মন্তব্যই বেশি করছেন নেটিজেনরা। 

উল্লেখ্য, এবার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ ছবির ‘ও প্রিয়তমা’ গানটি খুবই অল্প সময়ে অনেক বেশি দর্শক দেখেছে এবং তাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বালাম ও কোনালের গাওয়া এই গানটি এখন সবার মুখে মুখে। এই গানের সঙ্গে দেশ–বিদেশের নানা প্রান্ত থেকে অনেকেই অনেক ধরনের ভিডিও বানাচ্ছেন। বানাচ্ছেন টিকটক, শর্টস ও রিলস। গানটি অল্প সময়ে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছে। দ্রুততম সময়ে কোটি ভিউর মাইলফলকও ছুঁয়েছে এই গান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here