২০২৩ সালের নিউ সাউথ ওয়েলস ভলান্টিয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছেন নাইম আবদুল্লাহ। আগামী ১১ সেপ্টেম্বর এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হবে।
ভলান্টিয়ার অব দ্য ইয়ার অস্ট্রেলিয়ার কমিউনিটিতে ইতিবাচক কাজে এক সম্মানজনক পুরস্কার। মূলত সাংগঠনিক ও ব্যক্তিগত আয়োজনের মাধ্যমে জনকল্যাণে সমাজে নিঃস্বার্থভাবে যারা অবদান রাখেন, তাদের কাজের স্বীকৃতিস্বরূপ বার্ষিক ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।