এশিয়ান গেমসে ভারতের অধিনায়কের দায়িত্ব পেতে পারেন শিখর ধাওয়ান বলে শোনা গিয়েছিল। কিন্তু নির্বাচকরা আস্থা রাখলেন আইপিএলে দুর্দান্ত খেলা ঋতুরাজ গায়কোয়াড়ের উপর।
চীনের হাংঝুতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এশিয়ান গেমস। এই ইভেন্টে ভারতীয় দলে অবশেষে ডাক পেলেন আর এক তরুণ তুর্কি রিঙ্কু সিং। উইকেটরক্ষক হিসেবে দলে নেওয়া হয়েছে জীতেশ শর্মাকে।
বোর্ডের তরফ থেকে বলা হয়েছে, টি-২০ ফর্মাটে খেলা হবে। যা শুরু হবে ২৮ সেপ্টেম্বর। শেষ হবে ৮ অক্টোবর। ২০১৪ সালে শেষবার এশিয়ান গেমসে ক্রিকেট দেখা গিয়েছিল। সেবার অবশ্য ভারত অংশ নেয়নি। এবার ভারতের পুরুষ ও নারী দল অংশ নিচ্ছে।
ভারতীয় দল: ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠী, তিলক বর্মা, রিঙ্কু সিং, জীতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আবেশ খান, অর্শদীপ সিং, মুকেশ কুমার, শিভম মাভি, শিবম দুবে, প্রভসিমরন সিং (উইকেটরক্ষক)। স্ট্যান্ডবাই: যশ ঠাকুর, সাই কিশোর, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, সাই সুদর্শন।
ঘোষণা করা হয়েছে নারী দলও। সেই দলে আছেন: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, জেমিমা রডরিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, আমানজ্যোত কৌর, দেবিকা বৈদ্য, অঞ্জলি সর্বানী, তিতাস সাধু, রাজ্যেশ্বরী গায়কোয়াড়, মিন্নু মানি, কণিকা আহুজা, উমা ছেত্রী, অনুষা বারেড্ডি।