টি-টোয়েন্টিতে টানা তিন সিরিজ জয়ে চোখ বাংলাদেশের

0

তারুণ্যনির্ভর বাংলাদেশের টি-২০ দলটা যেন একটা ‘বারুদ’! সামনে যেই আসছে তাকে পুড়ে ভস্ম করে দিচ্ছে। চলতি বছরে মোট সাতটি টি-২০ ম্যাচ খেলেছে টাইগাররা। এর মধ্যে ছয়টিতেই জিতেছে। টি-২০ এর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও হোয়াইটওয়াশ করার রেকর্ড আছে এর মধ্যে। সাকিবের নেতৃত্বে সংক্ষিপ্ত ফরম্যাটের এই দলটি যেন দিন দিন আরও ভয়ংকর হয়ে উঠছে।

আফগানদের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হারের পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শেষ ওভারে রুদ্ধশ্বাস এক জয় পায় সাকিবের দল। এবার দ্বিতীয় ও শেষ ম্যাচ জিতে টি-টোয়েন্টি ফরম্যাটে টানা তৃতীয় সিরিজ জিততে চায় টাইগাররা।

টি-টোয়েন্টিতে অভিষেক হওয়ার পর শুধুমাত্র একবার হ্যাটট্টিক সিরিজ জিতেছিল টাইগাররা। ২০২১ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেছিল লাল সবুজের দল।

এবছর টি-টোয়েন্টিতে ঘরের মাঠে শক্তিশালী ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তারপর আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় টাইগাররা। এবার আফগানদের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও জিততে চায় সাকিব আল হাসানের দল।

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১০ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে ছয় জয় নিয়ে এগিয়ে আফগানরা। আর বাংলাদেশ জয় পেয়েছে চারটিতে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here