ফরিদপুরে গণমাধ্যম কর্মীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

0

ফরিদপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। সে লক্ষে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে। এরই অংশ হিসাবে আমরা ফরিদপুরকে স্মার্ট জেলা হিসাবে গড়ে তোলার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছি। আর সেটি বাস্তবায়নের সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।  

বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় তিনি তার উদ্যোগের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। জেলা প্রশাসক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি এই জেলার দায়িত্ব নেওয়ার পরে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি। তার মধ্যে রয়েছে, জেলার শিক্ষার মানউন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের ডাটাবেজ তৈরি, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারের সর্বশেষ পরিস্থিতি ও তাদের জীবন মানের কি পরিবর্তন এসেছে তার তথ্য সংগ্রহ, উপজেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা, ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণের সাতটি বিদেশি ভাষায় প্রতিযোগিতা, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ও সড়ক দুর্ঘটনা রোধে ডিভাইজ স্থাপন, অবৈধ বালু উত্তোলন রোধে ব্যবস্থা নেওয়া, ওয়ানস্টপ সার্ভিসের আওতায় বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের সরকারি সার্ভিস দেওয়া, কৃষি জমির সঠিক ব্যবহার নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ, পাট চাষিদের পাট জাগের সমস্যার সমাধানের উদ্যোগ নেয়াসহ বেশকিছু নাগরিক সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাস, অতিরিক্ত জেলা প্রশাসক আশেকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, এনডিসি মুজিবুল ইসলাম, সহকারী কমিশনার নাইমা নাদিয়া, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, সিনিয়র সাংবাদিক তমিজউদ্দিন তাজ, আমিনুর রহমান ফরিদ, পান্না বালা, জুবায়ের জাকির, জাহিদ রিপন, সাজ্জাদ হোসেন রনি, বেলাল চৌধুরী, আলিমুজ্জামান রনি, মশিউর রহমান খোকন, নির্মলেন্দু চক্রবর্তী শংকর, আবুল হোসেন আজাদ, শফিকুল ইসলাম মনি, হেমায়েত হোসেন, শাহাদাত হোসেন তিতু, রেশাদুল হাকিম, আব্দুল মজিদ মিয়া, মঞ্জুয়ারা স্বপ্না, জাকির হোসেন, সঞ্জিব দাস, শেখ ফয়েজ আহমেদ, তরিকুল ইসলাম হিমেল, শেখ মফিজুর রহমান শিপন, নুরুল ইসলাম আনজু, আনোয়ার জাহিদ, মনিরুজ্জামান মনির, সুমন ইসলাম, মুইজ্জুর রহমান রবি, শেখ সাইফুল ইসলাম ওহিদ, শেখ মনির হোসেন, জাহিদুল ইসলাম, রুহুল আমিন, বিজয় পোদ্দার, জাহিদুর রহমান ইবু, খাইরুজ্জামান সোহাগ, এস এম রুবেল, শ্রাবন হাসান, মানিক কুমার দাস প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here