কখন ম্যাচ ঘুরে গেছে? জানালেন সল্ট

0

টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ও বোলিংয়ে দাপুটে ক্রিকেট খেলে স্বপ্নের এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড সংগ্রহ করে ১৫৬ রান। যা টাইগাররা ৪ উইকেট হারিয়ে দুই ওভার হাতে রেখেই পেরিয়ে যায়। এরপরই ইংলিশ ব্যাটার সল্ট জানান, শান্তর ব্যাটেই ম্যাচ ঘুরে গেছে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে ওপেনার সল্ট বলেন, ‘আমরা জানি, ইনিংস আরও ভালোভাবে শেষ করতে পারতাম। টি-টোয়েন্টিতে টানা দুই বলে উইকেট হারানো সব সময়ই আঘাত করে। এরপর নতুন দুই ব্যাটারের জন্য খেলা বেশ কঠিন। তবে এটি খেলার অংশ। অন্য কোনো দিন হয়তো আমরা ১৮০ রানে শেষ করতাম। আজ সেটি হয়নি।’

বাংলাদেশের কন্ডিশনে আগে থেকে না জেনে খেলা অনেক কঠিন বলে দাবি সল্টের, ‘অবশ্য শুরুটা ধীরগতির ছিল। পরে আমাদের বোলিংয়ের সময় মনে হয়েছে গতি অনেক বেড়েছে। আর সেই গতি তারা অনেক ভালোভাবেই কাজে লাগিয়েছে। নিজেদের কন্ডিশনকেও কাজে লাগিয়েছে তারা। কন্ডিশন না বুঝে এখানে খেলা কঠিন।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here