ওজন কমানোর অস্ত্রোপচারের প্রতিক্রিয়ার এক পর্যায় মারা গেছেন গায়িকা ও গান লেখিকা লিজা ম্যারি প্রিসলি। তিনি বিখ্যাত রকস্টার এলভিস প্রিসলির একমাত্র সন্তান। মেডিকেল পরীক্ষক লিজার মৃত্যুর কারণ জানাতে গিয়ে এই তথ্য দিয়েছেন।
চলতি বছরের জানুয়ারি মাসে ৫৪ বছর বয়সে মারা যান লিজা। নিজের বাসায় তাকে অচেতন অবস্থায় পেয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ওজন কমানোর প্রক্রিয়া হিসাবে পাকিস্থলীতে অস্ত্রোপচার করিয়েছিলেন লিজা।
সূত্র: এএফপি