বগুড়ার শাজাহানপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলে থাকা মা-ছেলের মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল চালক মারাত্মক ভাবে আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের কাঁটাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের মোস্তাফিজুর রহমান মিঠু’র স্ত্রী জাকিয়া আক্তার (২৫) ও তার ছেলে তাশফিয়া (০৫)। তারা দুজনেই ঘটনাস্থলে মারা যান।