আইএমএফ ঋণ: প্রথম কিস্তিতে ১২০ কোটি ডলার পেল পাকিস্তান

0

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণের প্রথম কিস্তি হিসেবে ১২০ কোটি ডলার পেয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক। দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

এর আগে বুধবার আইএমএফ  পাকিস্তানের জন্য ৩০০ কোটি ডলারের ঋণ সহায়তা অনুমোদন দেয়। এর পরপরই পাকিস্তানের সার্বভৌম বন্ড এবং রুপির দাম বাড়তে শুরু করেছে। আন্তঃব্যাংক বাজারে পাকিস্তানি রুপি ডলার প্রতি ১ শতাংশ বেড়ে ২৭৪ দশমিক ৫০ রুপিতে পৌঁছেছে

টেলিভিশনে দেওয়া ভাষণে ইসহাক দার জানিয়েছেন, আইএমএফ’র অর্থের প্রথম কিস্তি স্টেট ব্যাংক অব পাকিস্তানের অ্যাকাউন্টে এসেছে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা পর্যালোচনার পর আগামী নভেম্বর ও ফেব্রুয়ারিতে দুই কিস্তিতে বাকি ১৮০ কোটি ডলার দেবে আইএমএফ। সূত্র: ডন, দ্য ন্যাশন ডট পিকে, আরাই নিউজ, রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here