ময়মনসিংহের হালুয়াঘাটের নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে জামালপুর জেলার সদর উপজেলার পাথালিয়া (নাউভাঙ্গার চর) এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এসময় তিন যুবককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুজ্জামান।
উদ্ধার হওয়া তিন কিশোরী হলো-তানজিনা আফরিন আলো (১৩), মরিয়ম আক্তার মুক্তা (১৩) ও জান্নাতুল ফেরদৌস (১৫)। তাদের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়। তারা একে অপরের প্রতিবেশী বলে জানা যায়।
তারা পুলিশকে জানায়, আটক যুবকদের সাথে তাদের প্রেমের সম্পর্ক আছে। তাদের সঙ্গে ঘরবাঁধার উদ্দেশ্যে ঘরছাড়া হয়েছে তারা।
অপরদিকে থানা হেফাজতে নেওয়া তিন যুবক হলেন-জামালপুর সদর উপজেলার পাথালিয়া (নাউভাঙ্গার চর) এলাকার মৃত চান মিয়ার ছেলে অন্তর হাসান (২০), আ. হালিমের ছেলে হাফিজুর রহমান বাবু (২০) ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে আক্তারুজামান ওরফে আকাশ (২১)।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, দ্রুত অভিযান পরিচালনা করে তিন কিশোরীসহ আরও তিনজনকে থানা হেফাজতে আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।