ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক লিটন হোসেন মণ্ডলকে (৩৫) কুপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পাগলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার উপর এ ঘটনা ঘটে।
প্রতিবাদে রাতে শহরে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। আহত লিটন সদর উপজেলার বাড়ীবাথান গ্রামের মৃত রেজাউল মণ্ডলের ছেলে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে। এ ঘটনার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে জেলা বিএনপি শহরে বিক্ষোভ মিছিল বের করে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।