ফরিদপুরের বোয়ালমারীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহীর প্রাণহানি হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সবুজ বাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শামীম মোল্লা (২৬) ও সুমাইয়া আক্তার (১৭)। শামিম মোল্লা বোয়ালমারী পৌরসভার কলারণ গ্রামের অহম মোল্লার ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রী ছিলেন। সুমাইয়া ইসলাম শামিম মোল্লার বেয়াইন। আহত মফিজুল তার চাচাতো ভাই। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব।