সোনারগাঁয়ে যুবক হত্যায় জড়িত ২ জন গ্রেফতার

0

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাচঁপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমানুল ইসলাম রোহান নামে এক যুবক হত্যার সঙ্গে জড়িত ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিসহ নগদ দেড় হাজার টাকা।

গ্রেফতারকৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকার নূর ইসলামের ছেলে শাহ আলম ও চিটাগাং বাগানবাড়ি এলাকার রুহুল আমিনের ছেলে ইমরান হোসেন। বৃহস্পতিবার ভোরে তাদের ফতুল্লার তল্লা ও সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার বলেন, গত ১০ জুলাই রাতে কাজের উদ্দেশে আরমানুল ইসলাম রোহান ও আরমানুল ইসলাম রিপন নামে দুই ভাই চট্টগ্রামের পটিয়া থেকে সৌদিয়া বাসে ভোরে কাঁচপুর সেতুর পশ্চিম পাশে নামেন। সেখান থেকে সিদ্ধিরগঞ্জে আসার পথে কাঁচপুর সেতুর পশ্চিম পাশে মহাসড়কের ওপর আসলে তাঁরা ছিনতাইকারীদের কবলে পড়েন। তাদের আটকে ভয়ভীতি দেখিয়ে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইলফোন ছিনতাই করার চেষ্টা করেন। এতে বাধা দিলে তাঁদের ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

পুলিশ সুপার গোলাম মোস্তফা বলেন, পরে ঢাকা মেডিকেল কলেজ হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোহানের মৃত্যু হয়। এ ঘটনায় আরেক ভাই রিপন চিকিৎসাধীন রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here