যমুনার পানি ক্রমাগত বাড়তে থাকায় ভারতের রাজধানী শহর দিল্লিতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এরইমধ্যে অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে। ঝুঁকিতে থাকা অনেক স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। নদীটির পানি আরো বাড়বে বলে শঙ্কা করছে দিল্লি প্রশাসন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রীর অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি থেকে ৩৫০ মিটার দূরে অবস্থান করছে বন্যার পানি।
আর মাত্র সাড়ে তিনশ’ মিটার এগোলেই মুখ্যমন্ত্রীর বাড়িতে বন্যার পানি প্রবেশ করবে এই ছবিটিই দিল্লির গোটা সংকটের চিত্র হয়ে ধরা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনডিটিভি।
জুন মাসের শেষ দিকে টানা বৃষ্টি শুরু হওয়ায় দিল্লির নানা সড়কে আগে থেকেই জলাবদ্ধতা দেখা দিয়েছিল। যমুনার পানি বেড়ে যাওয়ায় সেই সংকট ভয়াবহ আকার ধারণ করছে। ঝুঁকি এড়াতে বাসিন্দাদের বাড়িতে থাকার আহ্বান জানিয়েছেন কেজরিওয়াল। শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি যেসব সরকারি প্রতিষ্ঠানের এই মুহূর্তে খুব একটা দরকারি নয় সেগুলোও বন্ধ ঘোষণা করা হয়েছে।
সূত্র: এনডিটিভি