এবারও বিশ্বকাপ রাঙাতে চান বাংলাদেশ টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আর সে জন্যই বড় কিছু করতে চান তিনি।
সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ৬০৬ রান ও ১১ উইকেটের নিয়ে দারুণ নৈপুণ্য প্রদর্শন করেছিলেন অলরাউন্ডার সাকিব। এবারও বললেন, এবারও তার স্বপ্ন বড় কিছুর। সাকিব বলেছেন, ‘ওরকম কোনো নম্বর নেই, যেটা আমি চাই। তবে বিশ্বকাপ এলে অবশ্যই চাই বড় বড় নম্বর যেন হয়।’
এসময় আগামী কাল মাঠে গড়াতে যাওয়া টি-টোয়েন্টি ম্যাচ নিয়েও কথা বলেছেন। সাকিব মনে করছেন, ‘বিশ্বকাপ ও এশিয়া কাপ যদি চিন্তা করি, ওদের মুখোমুখি হওয়াটা, ওদের সম্পর্কে আরও একটি বেশি জানাটা ইতিবাচক।’