অ্যান্ড্রয়েডে থ্রেডসের নোটিফিকেশন বন্ধ করবেন যেভাবে

0

নতুন সোশ্যাল মিডিয়া থ্রেডস তৈরি করেছে মেটার ইন্সটাগ্রাম টিম। থ্রেডস লঞ্চের একদিনের মধ্যেই ৫০ মিলিয়নেরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে। ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থাকলে এর সাহায্যে অনায়াসেই থ্রেডসে অ্যাকাউন্ট খোলা যাবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই ভার্সানেই এই অ্যাপ সাপোর্ট করছে।

অ্যান্ড্রয়েড ভার্সানে সহজে থ্রেডসের নোটিফিকেশন নিয়ন্ত্রণ করা যায়। যদি নোটিফিকেশনের মাধ্যমে প্রচুর মেসেজ আসে এবং আপনি সেই ব্যাপারে অভ্যস্ত না হন, তাহলে আপনি নোটিফিকেশন নিয়ন্ত্রণ করতে পারবেন, মিউটও করা যাবে। এজন্য কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করতে হবে।

নোটিফিকেশন মিউট করার ক্ষেত্রে ৫টি অপশন বেছে নেওয়ার সুযোগ পাবেন ইউজাররা। এই তালিকায় থাকবে ১৫ মিনিট, ১ ঘণ্টা, ২ ঘণ্টা, ৪ ঘণ্টা, ৮ ঘণ্টা- এই ৫টি অপশন। 

থ্রেডস অ্যান্ড রিপ্লাই অপশনে এভরিওয়ান, পিপল ইউ ফলো অথবা টার্ন ইট অব কমপ্লিটলি- এই অপশনের মধ্যে থেকে বেছে নেওয়া যাবে। ফলোয়িং ও ফলোয়ার্স থেকে হয় ইউজার প্রতিটি নোটিফিকেশন বন্ধ করতে পারবেন, কিংবা চালু করতে পারবেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here