প্রথম সেট হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ালেন ওন্স জাবের। গতবারের চ্যাম্পিয়ন এলেনা রিবাকিনাকে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনালে উঠলেন তিউনিসিয়ার এই তারকা। নারী এককের কোয়ার্টার-ফাইনালে বুধবার (১২ জুলাই) ষষ্ঠ বাছাই জাবের জেতেন ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-১ গেমে।
এই জয়ে একটা প্রতিশোধও নেওয়া হলো জাবেরের। গত আসরের ফাইনালে রিবাকিনার কাছে হেরেই স্বপ্ন ভেঙেছিল তার। অন্যদিকে, টানা দ্বিতীয় ফাইনালে ওঠার লড়াইয়ে আরিনা সাবালেঙ্কার মুখোমুখি হবেন জাবের। শেষ আটের আরেক ম্যাচে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিসকে সরাসরি সেটে হারিয়ে শেষ চারে ওঠেন বেলারুশের তারকা। দ্বিতীয় বাছাই সাবালেঙ্কা ম্যাচটি জেতেন ৬-২, ৬-৪ গেমে। গত ইউএস ওপেন থেকে শুরু করে এই নিয়ে টানা চারটি গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে উঠলেন তিনি।