আল নাসরকে দলবদলে নিষেধাজ্ঞা দিল ফিফা

0

আগামী দলবদলে ফুটবলার কেনার ক্ষেত্রে ফিফার নিষেধাজ্ঞা পেয়েছে সৌদি আরবে ক্লাবর আল নাসর। এর ফলে, নতুন মৌসুমের জন্য দল গোছানোর পরিকল্পনা আপাতত বন্ধই রাখতে হবে ক্লাব কর্তৃপক্ষকে।

সাবেক ফুটবলারের টাকা পরিশোধ করতে না পারায় নতুন ফুটবলার ক্রয়ে নিষেধাজ্ঞা পেয়েছে আল নাসর। ২০১৮ সালে সৌদি ক্লাবটি ইপিএলের ক্লাব লেস্টার সিটি থেকে আহমেদ মুসাকে দলে ভেড়ায়। ২০২০ সালে মুসাকে ছেড়েও দেয় ক্লাবটি। কিন্তু চুক্তির শর্তানুযায়ী এড অন্সের টাকা পরিশোধ করেনি সৌদি ক্লাবটি।

এদিকে, নিষেধাজ্ঞা পাওয়ার পর আল নাসরের মালিকানাধীন প্রতিষ্ঠান পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ফিফা নিষেধাজ্ঞা তুলে নিলে তারা অর্থ পরিশোধ করতে রাজি আছে।

উল্লেখ্য, চলতি মৌসুমে বেশ ক’জন ইউরোপের বড় ফুটবলার আনার পরিকল্পনা ছিল আল নাসরের। ইতোমধ্যেই ইন্টার মিলান থেকে মার্সেলো ব্রোজোভিককে দলে ভিড়িয়েছিল তারা।

সূত্র : গোল ডটকম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here