জমি সংক্রান্ত মামলায় গোপালগঞ্জ আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় চাচাদের মারধরে গুরুত্বর হয়েছেন ভাতিজা মো. দ্বিন ইসলাম মোল্লা ও তার অন্য চাচা হেকমত আলী মোল্লা। আহত মো. দ্বীন ইসলাম মোল্লা টুঙ্গিপাড়া উপজেলার পাতগাতী গ্রামের হেমায়েত মোল্লার ছেলে এবং হেকমত আলী মোল্লা একই গ্রামের আরজ আলীর ছেলে।
বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ৭টায় গোপালগঞ্জ আদালতে যাওয়ার পথে সদর থানার চরবয়রা রেল স্টেশনের সামনে এ মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হেকমতের অবস্থা আশংকাজক।
গোপালগঞ্জ সদর থানায় পরিদশর্ক (তদন্ত) শিতল চন্দ্র পাল বলেন, এখনো কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।