উত্তর কোরিয়ার ছোড়া একটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, বৃহস্পতিবার স্থানীয় সময় ৬টা ২০ মিনিটে পশ্চিম উপকূলের নামপো শহরের কাছ থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। খবর আল জাজিরার।
ক্ষেপণাস্ত্রটি কতটা উড়েছে এবং কতটা পথ অতিক্রম করেছে, সেই সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। গেল মঙ্গলবার কিম জং উনের বোন কিম ইয়ো জং সতর্ক করে বলেন, তার দেশ দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক প্রশিক্ষণ বাড়ানোর বিপরীতে দ্রুত এবং অপ্রতিরোধ্য পদক্ষেপ নিতে প্রস্তুত। ঠিক এই সতর্কবার্তার পরই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রটি ছুড়ল। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বড় পরিসরে সামরিক মহড়া শুরু করবে। ফ্রিডম শিল্ড নামে ১০ দিনব্যাপী এই মহড়া ১৩ মার্চ শুরু হবে।