হবিগঞ্জ সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত যৌথ সভায় এ ঘোষণা করা হয়।
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন দেশের প্রতিটি মানুষের স্থায়ী ঠিকানা থাকবে, তাদের একটা সুন্দর বাসস্থান থাকবে, তারা সুন্দরভাবে বাঁচবে। তিনি (প্রধানমন্ত্রী) সেটি করে দেখিয়েছেন।