বগুড়া সদরের লাহিড়ীপাড়ার চাঁদপাড়া গ্রামের বাঁশঝাড় থেকে রফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৮টায় এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত রফিকুল ওই গ্রামের মৃত ফকির মাহমুদের ছেলে।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক আব্দুল মালেক জানান, নিহত রফিকুল ইসলাম বুধবার দিবাগত রাতে তার স্ত্রীর সাথে শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। এরপর রাতের কোন এক সময় ঘর থেকে বের হয়ে পাশের একটি বাঁশঝাড়ে তিনি গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা সকাল সাড়ে ৭টার দিকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।