বিএনপির সমাবেশ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলছে পুলিশের তল্লাশি

0

এক দফা দাবিতে ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এমন চিত্র দেখা যায়।

চট্টগ্রাম রোড থেকে মানিকগঞ্জের উদ্দেশে নীলাচল বাসে ওঠেন আবুল হোসেন। কথা হলে তিনি বলেন, মৌচাক আসা মাত্রই পুলিশ বাস থামিয়ে আমাকে এবং আমার ব্যাগ তল্লাশি করেছেন। তাদের কাজ তারা করেছেন। এখানে আমাদের তো আর কিছু করার নেই।

রফিকুল ইসলাম নামে সোহাগ পরিবহনের এক যাত্রী জানান, পুলিশ অন্যান্য গাড়ির মতো আমাদের গাড়িও থামিয়ে চেক করেছেন। তবে চেক করা শেষেই আমাদের ছেড়ে দিয়েছেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা আমাদের রুটিন মাফিক কাজ। তবে আজ বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যেনে কোনো নাশকতা না হয়, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া কোনো যানবাহনে বিস্ফোরক দ্রব্য বহন করা হচ্ছে কি না, সেটাও দেখা হচ্ছে। পাশাপাশি সড়কে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সেটাও দেখা হচ্ছে। পরবর্তী কোনো নির্দেশ না আসা পর্যন্ত আমাদের এই তল্লাশি কার্যক্রম চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here