দেশ ও জাতির উন্নতি ও অগ্রগতি এবং শান্তিকামী মানবতার ঐক্য কামনা করে দেশজুড়ে ৪শ উপজেলায় জাকের পার্টির ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বিরাজমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় ইসলামের উদারনৈতিক মানবিক মূল্যবোধে উৎসারিত আদর্শের আলোকে সকল ধর্ম, মত ও পথের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে ইসলামি সম্মেলন থেকে প্রগতিশীল বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা, পরমত সহিষ্ণুতা এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত মজবুতকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।