আফগানিস্তান সিরিজ শেষে ছুটিতে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছুটির মধ্যেই ঘোষণা হবে ২৫-২৬ জনের প্রাথমিক ক্যাম্প। সেই ছুটি শেষে শুরু হবে এশিয়া কাপ-বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প। এ ছাড়া ছুটিতে থাকা তামিম ইকবালের ফেরা নির্ভর করছে তার ফিটনেসের উপর। বিষয়গুলো নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে তিনি বলেন, ‘সবাইকে ৩০ তারিখ পর্যন্ত পুরো বিশ্রাম দেয়া হবে। কয়েকজন বাইরে খেলতে যাবে। তারপর একটা কন্ডিশনিং ক্যাম্প দিয়ে আবার শুরু হবে প্রস্তুতি।’
‘তামিম দুবাই যাচ্ছে, ওখান থেকে ২৫ কি ২৬ তারিখে ইউকে যাবে। লন্ডনে দু’টো মেডিকেল সেন্টারে তার সঙ্গে অ্যাপয়েনমেন্ট হয়েছে। ডাক্তার দেখাবে। সেখান থেকে কি হচ্ছে না হচ্ছে আমাকে আপডেট জানাবে।’
আমাদের খুব দ্রুতই ২৫-২৬ জনের একটা প্রথামিক স্কোয়াড হবে। এজন্য তার সঙ্গে মেডিকেল ফিটনেস দেখে জানানোর কথা। বুঝতে পারব সে কবে জয়েন করবে’ -আরও যোগ করেন জালাল।
ক্যাম্প শেষে লাল সবুজের দল খেলতে যাবে এশিয়া কাপ। পাকিস্তান-শ্রীলঙ্কায় ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। এরপর অক্টোবরের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে বিশ্বকাপ। ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।