ময়মনসিংহের হালুয়াঘাটে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুরুজ মিয়াকে (৪০) হালুয়াঘাট থানা পুলিশ ও ময়মনসিংহ র্যাব-১৪ এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। সুরুজ মিয়া উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের ভাড়ালিয়াকোনা গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে।
সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট থানা পুলিশ ও ময়মনসিংহ র্যাব-১৪ এর যৌথ অভিযানে আসামি সুরুজ মিয়াকে ঢাকার সাভার থানাধীন নরসিংহপুর বুড়িপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। মামলার রায়ের পর থেকে সাজা এড়াতে সে দীর্ঘদিন দেশের বিভিন্ন জেলায় পালিয়ে ছিল।