কৃতিকে বলা হয় ‘কেউ অভিনেত্রী বিয়ে করতে চায় না, তোরও বিয়ে হবে না’

0

কৃতি শ্যানন, বলিউডের এই লাস্যময়ী অভিনেত্রীর আগমন একেবারেই নন-ফিল্মি পরিবার থেকে। যদিও এই কয় বছরে বলিউডে পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি। হাতে রয়েছে বেশ কিছু ভাল ছবি। দক্ষিণেও ঘটছে অভিষেক। তবে বিয়ে কবে? কেন বিয়ে করছেন না কৃতি? সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

বরাবরই ঠোঁটকাটা স্বভাবের কৃতি। তিনি জানান, ‘তার বয়সী মেয়েদের অনেক সময় শুনতে হয় শোবিজ দুনিয়ার মেয়েদের কেউ ঘরের বউ করে না, তাদের বিয়ে হয় না। আমার বন্ধুরা পর্যন্ত বলেছিল, কেউ অভিনেত্রীকে বিয়ে করতে চায় না। তোরও বিয়ে হবে না। এমন নয় সেই কথাগুলো আমি সিরিয়ালসি নিয়েছিলাম। আমি তো হতভম্ব হয়ে গিয়েছিলাম আমার জেনারেশনের মানুষও এমনটা ভাবতে পারে।’

উল্লেখ্য, অভিনয় নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন কৃতি। চলতি বছর মুক্তি পাবে তার ‘আদিপুরুষ’ ও ‘গণপথ’ সিনেমাগুলো। ‘আদিপুরুষ’ ছবিতে তার বিপরীতে আছেন প্রভাস এবং ‘গণপথ’-এ আছেন টাইগার শ্রফ। এছাড়া প্রভাসের সঙ্গে কৃতি শ্যাননের প্রেম ও বিয়ের খবর বলিপাড়ায় বেশ চর্চিত বিষয়। সূত্র : হিন্দুস্তান টাইমস ও টিভি নাইন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here