বরগুনা থেকে পুলিশ প্রহরায় মাদক মামলায় অভিযুক্ত দুই কিশোর আসামিকে যশোর নিয়ে যাবার সময় গাড়ির জানালা দিয়ে লাফিয়ে জনি (১৬) নামের এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুলাই বামনা থানা পুলিশ ১৯ পিস ইয়াবাসহ মাহমুদ ও জনি (নামের ২ কিশোরকে গ্রেফতার করে। সেইদিনই তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। মঙ্গলবার (১১ জুলাই) সকালে বরগুনা জেলখানা থেকে একজন এএসআই মাহবুব (সশস্ত্র) এবং নাঈম ও প্রণব নামের ২ জন কনোষ্টবলের প্রহরায় বিআরটিসি বাস যোগে তাদেরকে যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হচ্ছিল। বাসটি বামনার তুলাতলা নামক স্টান্ডে থামার সাথে সাথে গাড়ির জানালা দিয়ে জনি লাফ দিয়ে পালিয়ে যায়।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জনিকে গ্রেফতারে তৎপরতা চলছে। আশা করছি দ্রুত তাকে গ্রেফতার করা সম্ভব হবে।