‘ওরিয়ন ৩৬তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ-২০২৩’ এর দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। মাত্র দুই শটের জন্য স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের।
আজ বৃহস্পতিবার কুর্মিটোলা গলফ ক্লাবে নেপাল দল (সুবাস তামাং ও সাদভব আচর্য) সব মিলে ‘৪ ওভার পার’ খেলে চ্যাম্পিয়ন। বাংলাদেশ বি দল (লিটন মন্ডল ও শফিকুল ইসলাম) ‘৬ ওভার পার’ খেলে রানার্সআপ।
প্রথম দিন শেষে দলগত ইভেন্টে শীর্ষে ছিল বাংলাদেশ বি দল। কিন্তু আজ বাংলাদেশ বি দলের লিটন মন্ডল ৬ ওভার পার খেলায় শিরোপা হাতছাড়া হয়ে যায়। তবে একটুর জন্য দলগত ইভেন্টে বাংলাদেশ শিরোপা জিততে না পারলেও দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বাংলাদেশের তিন দল (বি, এ এবং সি)।
এ ছাড়া দক্ষিণ কোরিয়া পঞ্চম, শক্তিশালী দল নিয়েও ষষ্ঠ হয় ভারত। সপ্তম স্থানে শ্রীলঙ্কা, অষ্টম ভুটান এ দল, নবম মালয়েশিয়া, ১০ম পাকিস্তান, ১১তম ভুটান বি দল এবং ১২তম হয়েছে ইন্দোনেশিয়া।
প্রথম রাউন্ড শেষে নেপাল ছিল চতুর্থ স্থানে। কিন্তু গতকাল দুর্দান্ত খেলেছেন নেপালের তারকা গলফার সুবাস তামাং। দ্বিতীয় রাউন্ডে তিনি একাই ‘৬ আন্ডার পার’ খেলে তার দলকে এনে দিলেন ‘ওরিয়ন ৩৬তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ-২০২৩’ এর শিরোপা। এখন এককেও শিরোপা জয়ের প্রধান দাবিদার তিনি। এককের ফাইনাল ফল পাওয়া যাবে চার রাউন্ড শেষে।
সুবাস তামাং বলেন, ‘এটা আমার গলফ ক্যারিয়ারে অন্যতম স্মরণীয় এক দিন। প্রথম দিন ভালো করতে না পারায় আমার মনে জেদ ছিল। আজ আমি খুবই আগ্রাসী মুডে ছিলাম। কোনো ভুল করনি। আমার আত্মবিশ্বাসই আমাকে শিরোপা জয়ে সহযোগিতা করেছে। দলগত ইভেন্টে আমরা চ্যাম্পিয়ন এবং টার্গেট এককেও চ্যাম্পিয়ন হওয়া।’
‘কুর্মিটোলা গলফ ক্লাব অনেক সুন্দর। এটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আশা করছি পরের দুই রাউন্ডেও আমি ভালো খেলবো। দলগত শিরোপা জেতায় আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে।’
বাংলাদেশ শিরোপা জিততে না পারায় হতাশ কোচ মোহাম্মদ রিপন। তিনি বলেন, ‘বড় টুর্নামেন্টের মানসিক চাপটা আমরা নিতে পারিনি। যে কারণে এগিয়ে থাকার পরও শিরোপা জিততে পারিনি। আমি খুবই হতাশ। এখন দেখা যাক, এককে আমার ছেলেরা কিছু একটা করতে পারে কি না!’