জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় গ্রেফতার গাজী শামীমকে জেল গেটে একদিনের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমাবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালত এই আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী জানান, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িত গাজী শামীমকে আজ সোমবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ পরে ডিবি পুলিশ। পরে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালতে তোলা হয়। এ সময় ডিবি পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করে। আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে জেল গেটে একদিনের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়ে গাজী শামীমকে কারাগারে প্রেরণ করেন।