ডেঙ্গু চোখ রাঙাচ্ছে রংপুরেও, পাওয়া গেল এডিসের লার্ভা

0

রংপুরেও ডেঙ্গু চোখ রাঙাচ্ছে। সিটি করপোরেশনের ৩ স্থানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। রংপুর বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বিভাগের বিভিন্ন জেলা হাসপাতালে ৩৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। এদিকে এডিস মশা নির্মূলে সোমবার সকাল থেকে সিটি করপোরেশন চিরুনি অভিযান শুরু করেছে।

বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাস থেকে রংপুর বিভাগে এ পর্যন্ত ৮৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৩৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে রমেক হাসপাতালে চিকিৎসাধীন ১২ জন এবং অন্যত্র আরও দুজন রয়েছেন। লালমনিরহাটে ২ জন, কুড়িগ্রামে ২ জন, নীলফামারীতে ৫ জন, গাইবান্ধায় ৩ জন, দিনাজপুরে ৮ জন, ঠাকুরগাওয়ে ৩ জন এবং পঞ্চগড়ের হাসপাতালে একজন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে গত ৪ জুলাই রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক রোগী মারা গেছেন। 

অপরদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখাগেছে কয়েকটি ওয়ার্ডে ভাগ করে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।  হাসপাতালের মেডিসিন বিভাগ, নতুন ভবনের দ্বিতীয় তলার মেডিসিন ওয়ার্ডের ৩ নম্বর এবং ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। 
ডেঙ্গু আক্রান্ত রোগীরা দাবি করেছেন তাদের আলাদা জায়গায় রেখে চিকিৎসা দেওয়া হোক। হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন বলেন, আমার রোগীকে আদলাভাবে চিকিৎসা দেয়া হলে ভাল হত।
তবে হাসপাতালে পরিচালক ডা. ইউনুস আলী বলেছেন, আপাতত আলাদা ওয়ার্ডের প্রয়োজ নেই। ডেঙ্গু আক্রান্ত রোগীরা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.আবু হানিফ বলেন, ডেঙ্গু আক্রান্তদের বেশি ভাগই বাইরে থেকে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রংপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ প্রধান ডা. কামরুজ্জামান তাজ বলেন, রংপুরে আগে এডিস মশার লার্ভা পাওয়া যায়নি। সোমবার ৮/৯টি স্থানে অভিযান চালিয়ে ৩ স্থানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।
এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখার আয়োজনে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here