১৪ জুলাই নোয়াখালীতে বিএনপির বিভাগীয় পদযাত্রা সফল করার লক্ষ্যে সোমবার দুপুরে নোয়াখালী জেলা শহরের শহীদ ভুলু স্টেডিয়াম মাঠ পরিদর্শন করলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান।
এ সময় তিনি বলেন, আগামী ১৪ জুলাই বিকেল ৩টায় এ পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এ পদযাত্রা ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। মোঃ শাহজাহান বলেন, সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। এক বিন্দু ছিদ্র থাকা অবস্থায়ও আন্দোলন হবে এবং আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।