নয়াদিল্লিতে ৪১ বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত

0

উত্তর ভারতে মৌসুমি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়েছে।

গণমাধ্যমের খবরে জানা গেছে, রবিবার নয়াদিল্লিতে ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা গত ৪১ বছরের জুলাইয়ের হিসেবে একদিনে এটিই সর্বোচ্চ বৃষ্টিপাত।

বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার বরাতে গার্ডিয়ান জানায়, ভারী বৃষ্টিপাত ও বন্যার তোড়ে ছয়টি রাজ্যে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে বেশিরভাগই পার্বত্য অঞ্চল। হিমাচল প্রদেশে অন্তত ৭০০ রাস্তা বন্ধ হয়ে রয়েছে। স্থানীয় দুর্যোগ কর্মকর্তারা জানিয়েছেন, শুধু হিমাচলেই নিহত হয়েছেন ৬ জন।

সরকারি তথ্যানুযায়ী এরই মধ্যে জুলাইয়ের প্রথম সপ্তাহে স্বাভাবিকের চেয়ে ২ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। দেশটির আবহাওয়া অধিদফতর উত্তর ভারতের বড় অংশজুড়ে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য ইকোনমিক টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here