সিনেমা ভালো না লাগায় অভিষেককে থাপ্পড় মারেন এক দর্শক

0

অভিষেক বচ্চন, ভারতীয় সিনেমা জগতের আলোচিত ব্যক্তিত্ব। তিনি ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনের ছেলে। সেই সঙ্গে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া বচ্চনের স্বামী।

শোবিজ জগতে নিজের দীর্ঘ ক্যারিয়ারে সফলতা ও ব্যর্থতা দুটোরই স্বাদ পেয়েছেন অভিষেক। একদিকে যেমন ‘গুরু’, ‘ব্লাফ মাস্টার’, ‘যুবা’র মতো চলচ্চিত্রগুলোতে সেরা পারফরম্যান্স দেখিয়েছেন; অন্যদিকে, ‘দ্রোণা’, ‘ঝুম বারাবার ঝুম’ ইত্যাদি চলচ্চিত্র ফ্লপও হয়েছে তার।

রেডইট-এ ছড়িয়ে পড়া সেই পুরনো ভিডিওতে দেখা যায় যে অভিষেক ‘ধুম ৩’ ছবির প্রচার চালাচ্ছেন ক্যাটরিনা কাইফ ও উদয় চোপড়াকে সঙ্গে নিয়ে। সাক্ষাৎকারে অভিষেক বলেন, “একজন নারী এসেছিলেন এবং তিনি যে আমার সিনেমাটা পছন্দ করেননি, সেই ক্ষোভ প্রকাশ করেছিলেন আমাকে থাপ্পড় মারার মাধ্যমে। তিনি বলেছিলেন- আমার অভিনয় ছেড়ে দেওয়া উচিত। কারণ আমি এমন একজন…যে কিনা নিজের বাবার নাম ডোবাচ্ছি।”

প্রসঙ্গত, ‘শারারাত’ সিনেমাটি ২০০২ সালে মুক্তি পেয়েছিল।

পরে অভিষেক বলেছিলেন, “কিন্তু মজার ব্যাপার হলো এই যে, গত বছর ‘বোল বচ্চন’ সিনেমা মুক্তির পর আমি সেই একই থিয়েটারে গিয়েছিলাম। সেখানে প্রায় ১০,০০০ দর্শক জড়ো হয়েছিল। আমি গাড়ি থেকে নামলাম, ছবি তুললাম এবং সেই ছবি আমার বাবাকে পাঠিয়ে বললাম, দেখো কি দারুণ ব্যাপার, জীবনের মোড় কিভাবে ঘুরে যায়!”

এই মুহূর্তে সুজিত সরকার ও রেমো ডি সুজার সিনেমা রয়েছে অভিষেকের হাতে। ‘এসএসএসসেভেন’ এবং ‘ঘুমার’ সিনেমায়ও তাকে দেখা যাবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, নিউজ১৮, ডিএনএ ইন্ডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here