ট্রেনিং নিতে আসা বাবা-মায়েদের শিশুদের মানসম্মত ও নিরাপদ দেখভাল নিশ্চিতে ‘সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ ও দ্য আর্থ’ এর সহযোগিতায় যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে খোলা হয়েছে একটি শিশু দিবাযত্ন কেন্দ্র ও জব সেন্টার।
গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার যুব প্রশিক্ষণ কেন্দ্রে রবিবার (০৯ জুলাই) দুপুরে শিশু দিবাযত্ন কেন্দ্র ও জব সেন্টারের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। সেভ দ্য চিলড্রেন, দ্য আর্থ ও স্পেলবাউন্ড কমিউনিকেশনের যৌথভাবে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানান, শহীদ আহসান উল্লাহ মাস্টার যুব প্রশিক্ষন কেন্দ্রে বিবাহিত যুব নারী যাদের পাঁচ বছরের নিচে সন্তান রয়েছে তাদের প্রশিক্ষনকালীন সন্তানদের দেখাশুনা করার জন্য সারাদেশের মধ্যে প্রথম এ চাইল্ড কেয়ার সেন্টার এর উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে সারাদেশের ২৬ জেলা ও উপজেলা যুব প্রশিক্ষন কেন্দ্রে চাইল্ড কেয়ার সেন্টার স্থাপন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুস সাকিব খান, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের ভারপ্রাপ্ত ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মাহিন নেওয়াজ চৌধুরী এবং দ্য আর্থ-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এ কে এম মুজাহিদ উদ্দিন।