সুনামগঞ্জে যুবলীগের ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ

0

সুনামগঞ্জে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ করেছে যুবলীগ। রবিবার (০৯ জুলাই) দুপুরে জেলা ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট৷ সমাবেশে প্রধান বক্তা ছিলেন যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত।

জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু ও খন্দকার মঞ্জুর আহমদ।

উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার সিলেট বিভাগে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ করেছে যুবলীগ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here