স্ত্রীকে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

0

গাইবান্ধার সাদুল্লাপুরে স্ত্রীকে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে মরদেহ ঝুলিয়ে রেখে থানায় এসে আত্মসমর্পণ করেছে স্বামী মহসীন আলী। অভিযুক্ত মহসীন (২৭) উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের কলেজপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে।

শনিবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের কলেজপাড়া এলাকার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় শেফালীর হাতে থাকা একটি চিরকুটও উদ্ধার করে পুলিশ।  

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, প্রাথমিকভাবে উদ্ধার হওয়া চিরকুটটি মহসীনের লেখা বলে মনে হচ্ছে। নিজের ওপর থেকে সন্দেহ সরাতে সে এ কাজটি করেন। সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here