জন্মের পর প্রথমেই মেয়েকে কী উপহার দেন রণবীর?

0

গত বছর ৬ নভেম্বর জন্ম আলিয়া ও রণবীরের মেয়ের। জন্মের দিন কয়েক পরে মেয়ের নাম ঘোষণা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন আলিয়া ভাট। ওই ছবিতে দেখতে পাওয়া যায় দেওয়ালে টাঙানো রয়েছে একটি ছোট্ট বার্সেলোনার জার্সি। তাতে লেখা রাহার নাম। রণবীর জানান, রাহার জন্মের পর উপহার হিসেবে মেয়েকে নিজের প্রিয় ফুটবল ক্লাবের জার্সি দিয়েছিলেন তিনি। সেই জার্সিতে লেখা মেয়ের নাম, সঙ্গে রণবীরের প্রিয় নম্বর ৮। শুধু তাই নয়, রাহার খুদে খুদে পায়ের মাপে একটি নামী সংস্থার স্নিকারও উপহার দিয়েছিলেন রণবীর। তাতেও লেখা ছিল রাহার নাম ও ৮ নম্বরটি।

আট সংখ্যার প্রতি রণবীরের প্রীতির কথা তার অনুরাগীদের অজানা নয়। মা নীতু সিংহের জন্মদিন ৮ জুলাই। পাশাপাশি, ‘এইট’কে ঘুরিয়ে লিখলে তা ‘ইনফিনিটি’র চিহ্নের মতো দেখতে লাগে, যার অর্থ চিরন্তন। এই সংখ্যা যে রণবীরের ভীষণ প্রিয়, তা বোঝা যায় রণবীরের জার্সি ও মাথার টুপি দেখেই। ফুটবল ভক্ত রণবীরের বার্সেলোনার জার্সি নম্বর ৮। এমনকি, মুম্বাইয়ে যে তারকাদের দলে খেলেন তিনি, তার জার্সি নম্বরও ৮। আলিয়া ভাটের সঙ্গে বিয়ের অনুষ্ঠানেও সূক্ষ্মভাবে ছিল এই ৮ নম্বর। আলিয়ার মঙ্গলসূত্র থেকে শুরু করে কালিরে, এমনকি মেহেন্দিতে ছিল ৮ নম্বরের চিহ্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here