সিডনিতে পিঠা উৎসব

0

অস্ট্রেলিয়া সিডনির ল্যাকাম্বা স্ট্রিটে পিঠা উৎসবের আয়োজন করা হয়। একটি শুদ্ধ ধারার সংগঠন হিসেবে নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি দীর্ঘ ১৮ বছর যাবত আবহমান বাংলার সংস্কৃতির চর্চা করে আসছে। এ উপলক্ষ্যে স্থানীয় সময় গত ৮ জুলাই দুপুরে দল-মত ধর্ম বর্ণ নির্বিশেষে সিডনির আপামর সংস্কৃতিসেবীরা হলুদ পাঞ্জাবী ও হলুধ শাড়ি পড়ে একত্রিত হয়েছিল এই পিঠা উৎসবে।

ড. রতন কুন্ডুর সঞ্চালনায় সংস্কৃতিক পরিবেশনায় ছিল গান, কবিতা আবৃতি, একক ও দলীয় নৃত্য। অংশ নেন মধুমিতা সাহা, মারিয়া মুন, প্যাট্রিসিয়া ডিয়াজ ম্যানডিজ, সুবর্ণা তালুকদার, নিলুফার ইয়াসমিন, রুহুল আমিন, সমীর রোজারিও, আয়শা কলি, দিদারুল ইসলাম, সুহৃদ সোহান হক, রাজেশ সাহা, ড. রতন কুন্ডু, ডা. লাভলী রহমান, ঈশিতা দত্ত, তৃষা সরকার আরাধ্য দেব, জারা হোসেন, তাপা তিনি, তিশা সরকার ও নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. সিরাজুল হক, মিলি ইসলাম, বিলকিস জাহান, তিশা তানিয়া ও নিলুফা ইয়াসমিনসহ অন্যান্য নারী উদ্যোক্তাবৃন্দ।নৃত্যাঞ্জলি ডান্স একাডেমীর কর্ণধার মৌসুমী সাহা এই প্রবাসে বর্ষবরণ, দোল পূর্ণিমা, বৈশাখী আবহন, বসন্ত উৎসব, হোলি খেলা, সংগীত সন্ধ্যা ও নাচের অনুষ্ঠান হ ঐতিহ্যবাহী বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here