ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের লিয়াম শহরে রুশ হামলায় অন্তত আট জন নিহত হয়েছে। আবাসিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিয়াম শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আরো ১৩ জন আহত হয়েছে।
ইউক্রেন যুদ্ধের পাঁচশ’তম দিনে রাশিয়ার সেনারা এই হামলা চালিয়েছে।
ইউক্রেন যুদ্ধের এক পর্যায়ে দোনেৎস্কের রেল হাব হিসেবে পরিচিত লিয়াম শহরের নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। পরে গত বছরের অক্টোবরে শহরটি ফের নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল ইউক্রেনের সেনারা।
সূত্র: বিবিসি