বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে সংগঠনে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৯০ জন ভোটারের সবাই ভোট দিয়েছেন। বাজুস বরিশাল জেলার সিনিয়র সদস্য মোহাম্মদ আলী খান জানান, বাজুস জেলা শাখার দ্বিবার্ষিক (২০২৩-২০২৫) নির্বাচনে নির্বাহী সদস্যের ১৮টি পদে গোপন ভোট অনুষ্ঠিত হয়। ১৮টি পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে ক্রমানুসারে নির্বাচিত ১৮ নির্বাহী সদস্য হলেন শেখ মো. মুসা, আলহাজ নুরুল আমীন, মো. আরিফুর রহমান, পুলক কুমার দাস, শেখর চন্দ্র ঘোষ, অরুণ চন্দ্র দাস, মোহাম্মদ আলী খান, রেজাউল সিকদার, রাজিব কুমার দত্ত, লিটন কর্মকার, সত্যজিৎ কর্মকার, বাচ্চু তালুকদার, মো. মনিরুজ্জামান তালুকদার, পরিমল দেবনাথ, মো. লাল মিয়া, রতন কর্মকার, মো. মাহাবুব শরীফ ও মো. শাহআলম খান। তাদের মধ্য থেকে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে বাজুস জেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন।
বাজুস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রিপনুল হাসান, বাজুস কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও নির্বাচন বোর্ডের চেয়ারম্যান পবিত্র চন্দ্র ঘোষ, বাজুস নির্বাচন কমিশনের সচিব মো. খালেক আকন ও বাজুসের নির্বাহী নির্বাচন কর্মকর্তা রকিবুল হাসানসহ অন্যরা বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন পরিচালনা করেন।