ক্যারিয়ারের ৩৩তম কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন, কিন্তু মঞ্চে ওঠার আগেই বাথরুম থেকে উদ্ধার হলো জনপ্রিয় কোরিয়ান গায়িকা লি সাং ইউনের নিথর দেহ! সঙ্গে সঙ্গে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
গিমচেওন মিউনিসিপ্যাল কোয়্যারে পারফর্ম করার কথা ছিল লি সাং ইউনের। তিনি মঞ্চ মাতাবেন, যারই অপেক্ষায় ছিলেন দর্শক ও শ্রোতারা। কিন্তু তার কয়েক মিনিট আগ পর্যন্ত ব্যাকস্টেজে দেখা মেলেনি এই গায়িকার। তখনই লি সাং ইউনকে খুঁজতে শুরু করেন তার দলের সদস্য এবং ওই কনসার্টের আয়োজকরা।
এরপরই গায়িকা লি সাং ইউনের মৃত্যুর খবর জানানো হয় পুলিশের তরফে। যদিও কীভাবে গায়িকার মৃত্যু হলো তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, তবে ইতোমধ্যেই সেই রহস্য উদঘাটন করতে তদন্ত শুরু করেছে পুলিশ।