বেশ কয়েক মাস ধরেই ক্যামেরা এড়িয়ে চলছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ‘ভূত ফোন’-এর পর আর কোনও ছবি মুক্তি পায়নি তার। যদিও ২০২৩-এর শেষ দু’টি বড় ছবি মুক্তি পাওয়ার কথা অভিনেত্রীর। সেগুলো হচ্ছে- ‘টাইগার ৩’ ও ‘ক্রিসমাস’।
শুক্রবার সকালে স্বামী ভিকি কৌশলের সঙ্গে ছুটি কাটিয়ে নিউ ইয়র্ক থেকে ভারতে ফিরেছেন ক্যাটরিনা। মুম্বাই বিমানবন্দরে অবশ্য ভিকির দেখা মেলেনি। ক্যাটরিনাকে দেখা গেল একা। অভিনেত্রীকে দেখা মাত্রই সেলফি তোলার হিড়িক পড়ে যায় বিমানবন্দরে। এক দল পুরুষ ঘিরে ফেলেন অভিনেত্রীকে। শেষমেশ পরিস্থিতি সামালালেন কীভাবে?
তবে ক্যাটরিনাই প্রথম নন, বিমানবন্দরে অনুরাগীদের ছবি তোলার আবদারের জেরে এর আগে সমস্যায় পড়তে হয়েছে শাহরুখ খান, সালমান খান-আলিয়া ভাটের মতো তারকাদেরও।