সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। সাকিব আল হাসানের দলে অভিষেক হচ্ছে তৌহিদ হৃদয়ের। রনি তালুকদারও আছেন মূল একাদশে।
এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ হেরেছে ২-১ ব্যবধানে। ঢাকায় ২ হারের পর চট্টগ্রামেই জয়ের ধারায় ফেরে টাইগাররা।
টস জিতে সাকিব বলেছেন, আমরা ঠিক জানি না কতো রান যথেষ্ট হবে। এ কারণে আগে তাদের ব্যাটিং করতে দিচ্ছি। নতুনেরা বিপিএলে ভালো করেছে। আশা করি এখানেও করবে।