ক্রিমিয়া ফিরে পাবে ইউক্রেন, তুরস্কে বললেন জেলেনস্কি

0

ইউক্রেন ক্রিমিয়ার উপর নিয়ন্ত্রণ ফিরে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তুরস্কে গিয়ে জেলেনস্কি বলেন, তিনি বিশ্বাস করেন যে তার দেশ ক্রিমিয়ার উপর নিয়ন্ত্রণ ফিরে পাবে। 

শনিবার সকালে ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে কথা বলার সময় জেলেনস্কি এ কথা বলেন। তিনি বলেন, আমাদের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে সমর্থন করার জন্য আমি তুরস্কের কাছে কৃতজ্ঞ। 
 
জেলেনস্কি বলেন, আমরা ক্রিমিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলেছি… যেটি রাশিয়া এখনও বেআইনিভাবে নিয়ন্ত্রণ করে। যেকোনওভাবেই আমরা ক্রিমিয়ার উপর আমাদের নিয়ন্ত্রণ ফিরে পাব। 

রাশিয়া ২০১৪ সালে দখল করে নেয় ক্রিমিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিকে ইউরোপে সবচেয়ে বড় ভূমি দখল হিসেবে বিবেচনা করা হয়। সূত্র: নিউজ হাব, সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here