কংশ নদে নৌকাডুবে নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার

0

নেত্রকোনার পূর্বধলায় জামধলা বাজারে কংশ নদের খেয়া ঘাটে নৌকা ডুবে নিখোঁজ থাকা স্বাপন ও সোহেল নামের দুই যুবকের লাশ উদ্ধার হয়েছে। গত বুধবার বিকালে ডুবে যাওয়া নৌকার তিনজন নিখোঁজের মধ্যে মাহবুব নামের কিশোরের লাশ বৃহস্পতিবার ভোরে উদ্ধার হলেও বাকি দুজন নিখোঁজ ছিলেন। শুক্রবার দুজন নদের ভাটিতে দুই এলাকায় ভেসে উলঠে স্থানীয়রা লাশ উদ্ধার করে। 

শুক্রবার উদ্ধার হওয়া স্বপন মিয়া (২১) হলেন দুর্গাপুর উপজেলার ঢেউটুকুন গ্রামের আবু সিদ্দিকের ছেলে ও সোহেল মিয়া (২৫) পূর্বধলা উপজেলার আগমারগেন্ডা গ্রামের সাফের উদ্দিনের ছেলে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here