যুক্তরাজ্যের মাটিতে মানবাধিকার লঙ্ঘন ও বৈরী কর্মকাণ্ডের অভিযোগে ইরানের বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা ব্যবস্থা নেয়ার পরিকল্পনা ঘোষণা করেছে ব্রিটেন।
বৃহস্পতিবার এক ঘোষণা এ কথা জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি।
এদিকে, গতকাল বৃহস্পতিবার তেহরানে নিযুক্ত ব্রিটেনের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ইসাবেলা মার্শকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক তলব করেন। ইরান শান্তিপূর্ণ পথে পরমাণু কর্মসূচি পরিচালনা করতে ব্যর্থ হয়েছে বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তেহরানকে অভিযুক্ত করে ব্রিটিশ রাষ্ট্রদূত বক্তব্য দেয়ার পর কয়েক ঘণ্টার মধ্যেই চার্জ দ্য অ্যাফেয়ার্স ইসাবেলা মার্শকে তলব করা হলো।